১। একনজরে(আপনার অফিসের সংক্ষিপ্ত পরিচিতি) :
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভির্স সিভিল ডিফেন্স, একটি সেবামুলক প্রতিষ্ঠান। ইহা ১৯৬৮ সালে জুলাই মাসের ২৫ তারিখে প্রতিষ্ঠিত হয় । অত্র অফিসের জনবল :- উপ-সহকারী পরিচালক - ০১ জন, উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার-০১জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১জন। এই অফিসের আওতাধীন চার উপজেলায় ৪ টি ফায়ার স্টেশন আছে। ১। চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের জনবল :- স্টেশন অফিসার - ১ জন, সাব-অফিসার - ১ জন, লিডার - ২ জন, ড্রাইভার - ৪ জন, ফায়ারম্যান - ১৬ জন, বাবুর্চী - ১ জন, মশালচী - ১ জন, পরিচছন্ন কর্মী - ১ জন, ২। আলমডাঙ্গা ফায়ার স্টেশনের জনবল :- স্টেশন অফিসার - ১ জন, সাব-অফিসার - ১ জন, লিডার - ২ জন, ড্রাইভার - ৪ জন, ফায়ারম্যান - ১৬ জন, বাবুর্চী - ১ জন, পরিচছন্ন কর্মী - ১ জন, ৩। জীবননগর ফায়ার স্টেশনের জনবল :- স্টেশন অফিসার - ১ জন, লিডার -১ জন, ড্রাইভার - ২ জন, ফায়ারম্যান - ৬ জন, বাবুর্চী - ১ জন, ৪। দশর্না ফায়ার স্টেশনের জনবল :- স্টেশন অফিসার - ১ জন, লিডার -১ জন, ড্রাইভার - ২ জন, ফায়ারম্যান - ১০ জন, বাবুর্চী - ১ জন, পরিচছন্ন কর্মী - ১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস